
কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ জনকে উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (২২ মার্চ) সকালে রোহিঙ্গা বোঝাই নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমে উপকূলের দিকে অনুপ্রবেশকালে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশের অনুপ্রবেশের চেষ্টা করার সময় নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যায়।
তিনি আরও জানান, নৌকাডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। রোহিঙ্গা বোঝাই নৌকা উদ্ধারকাজ চলাকালে একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হয়। ডুবে যাওয়া নৌকা এবং ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।