
৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। তারা রাজশাহীর সারদাতে একাডেমিতে প্রশিক্ষণরত ছিলেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তারা হলেন, মো. আশরাফউজ্জামান, মানস কির্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব। এদের মধ্যে কাজী ফাইজুল করীম পুলিশ ক্যাডারের মেধাক্রমে প্রথম হয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ছয়জন প্রশিক্ষণরত সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর ধারা ৬ (২) (এ) মোতাবেক চাকরি থেকে অপসারণ করা হয়।
এর আগে, গত বছরের ২০ অক্টোবর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়। এরপর ১৬ ডিসেম্বর এই ব্যাচের ২৫ এএসপিকে শোকজ করা হয়।
সেই শোকজের আদেশে বলা হয়, গত ২৬ নভেম্বর প্রশিক্ষণ চলাকালে দৌড় না দিয়ে তারা এলোমেলোভাবে হাঁটাচলা শুরু করেন। ফলে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। পরে দৌড়ানোর কথা বলা হলেও তারা তা কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়।