সৌদি আরামকোর বিনিয়োগ পরিকল্পনায় বাংলাদেশের তেল শোধনাগার নির্মাণ প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আরামোকের বিনিয়োগ নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান এও বলেছেন, সৌদি আরব বাণিজ্যিক শর্তের ভিত্তিতে শোধনাগার প্রকল্পে অপরিশোধিত তেল সরবরাহ করার জন্য প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা রাখে। তবে সৌদি আরবের আরামকোর বিনিয়োগ পরিকল্পনায় বাংলাদেশে শোধনাগার নির্মাণ প্রকল্পে বিনিয়োগ অন্তর্ভুক্ত নয়।
বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে সৌদি আরব প্রধান কেন্দ্রবিন্দুর নাম। আরামকো শুধু সৌদি আরব নয় বরং বৈশ্বিক জ্বালানি তেল শিল্পের কৌশলগত বৃহৎ কোম্পানি।
তাদের উৎপদান দিয়ে বিশ্বের তেল চাহিদার বড় একটি অংশপূরণ হচ্ছে।