সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে আরিফ মিয়া‘র হত্যা চেষ্টা মামলায় আসামি মো. স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে সিদিরগঞ্জ থানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মো. শাহীনুর আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আরিফ নামে এক যুবককে হত্যাচেষ্টার মামলায় স্বপন এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, সিদ্ধিরগঞ্জ থানায় শুক্রবার (১৪ ডিসেম্বর) হত্যা চেষ্টা মামলাটি রজু করা হয়। এই মামলার বাদী আরিফ মিয়া। এই মামলায় আসামির তালিকায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মো. মজিবুল হক চুন্নুসহ ১৪৫ জনের নাম উল্লেখ করা হযেছে। সেই সাথে আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলায় বাদী অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন বাদী আরিফ মিয়া। হাটু ও শরীরের কয়েকটি স্থানে গুলি লাগার পর তিনি অচেতন হয়ে রাস্তায় পড়েছিলেন। স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।