পর্যটকদের ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ভারত থেকে অবৈধভাবে আনা ভারী আগ্নেয়াস্ত্রসহ (লংরেঞ্জ শ্যুটিং রাইফেল) ৩ যুবককে গ্রেফতার করেছে সুনামগঞ্জ বিজিবি।
শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তাহিরপুরের পর্যটন এলাকা বড়ছড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মো. সাইফুল ইসলাম চৌধুরী।
আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলার টেকেরঘাটের রাজু আহম্মেদ, মো জালাল মিয়া ও মো রাসেল মিয়া।
সেক্টর কমান্ডার জানান, সিভিল তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি লংরেঞ্জ শ্যুটিং ওয়েপন উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করেছে বিজিবি। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পর্যটকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য মাদক ব্যবসায়ী নাজমুল এই অস্ত্রটি এনেছে। নাজমুলকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।