কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এক দল।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এক সংবাদ সম্মেলন আয়োজন করে তারা এই ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, তারিকুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খিচুড়ি ভোজের আয়োজন করেছেন এবং তিনি আওয়ামী লীগের আমলের একজন কাউন্সিলরের কাছ থেকে অর্থ নিয়ে এই আয়োজন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রহিম সংবাদ সম্মেলনে বলেন, যেখানে আন্দোলনের সময় আহত অনেকেই হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে, সেখানে কিছু মানুষ এত টাকা খরচ করে খিচুড়ি ভোজের আয়োজন করছে। এমন সময়ে, যখন দাউদকান্দিতে আমাদের একজন সহযোদ্ধা নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, আমরা জানতে চাই, এই খিচুড়ি ভোজের অর্থায়ন তারিকুল ইসলাম কিভাবে করেছেন, এবং তার উদ্দেশ্য কী? সুতরাং আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, তারিকুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত, এবং তাকে এখানে আর প্রবেশ করতে দেয়া হবে না।
এ বিষয়ে কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন জানান, উনারা (শিক্ষার্থীরা) কেন তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন, সে ব্যাপারে আমি স্পষ্ট কিছু জানি না। আমি আগে জানবো তাদের এ সিদ্ধান্তের পেছনে কারণটা কী, তারপর আমরা এ বিষয়ে কথা বলব।