
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।
আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজু ভাস্কর্য পাদদেশে আয়োজিত মানববন্ধনে যোগ দেয় বিভিন্ন হল ছাত্রদলের নেতাকর্মীরা।
মানববন্ধন থেকে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদধারী নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। যে প্ল্যাটফর্ম থেকে সকলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, সেই ব্যানারকে এখন কলুষিত করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়ার নামে সরকারের বিভিন্ন পর্যায়ে তদবির ও বদলি বাণিজ্যের অভিযোগ তুলে ঢাবি ছাত্রদল নেতারা বলেন, ফ্যাসিস্ট ছাত্রলীগকে পুনর্বাসন করে আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে।
উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এসময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয় এবং আজ তাদের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।