
নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) ও একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)। এদের মধ্যে শরিফুল ঘটনাস্থলেই ও আজিজুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানায়, উপজেলার বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় সাইফুল ইসলাম ও লালচানের পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা সেখানে মেহেগনি গাছে চারা রোপণ করেছিলেন। পরে জায়গার মাপে গাছটি লালচানের জমির মধ্যে পড়ে। এরপর গতকাল সাইফুল ইসলাম দুইটি মেহেগণি কাছ কেটে নেন। বিষয়টি নিয়ে উভপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জেরে আজ আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লালচান ও তার লোকজন সাইফুলের ওপর হামলা করে। এ সময় সাইফুলকে বাঁচাতে গেলে শরিফুল নামের একজনের ওপরেও হামলা করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এছাড়া মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।