পাকিস্তানে হামলা চালাতে ভারতীয় সেনাকে পাঞ্জাব দিয়ে যেতে দেব না: খালিস্তানপন্থি নেতা
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৫
সন্ত্রাসী হামলায় জম্মু কাশ্মিরে ২৬ বেসামরিক নাগরিকের মৃত্যুর পর ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছে। আর পাকিস্তানের হুঁশিয়ারি, জলচুক্তি ভঙ্গ করলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। ঠিক এমন সময় স্বাধীনতাকামী খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন পাকিস্তানের পক্ষে থাকার কথা জানালেন।
যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় গুরপতওয়ান্ত সিং জানান, তারা পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেবেন না। তিনি বলেন, ভারতের সাহস নেই পাকিস্তানে আক্রমণ করার।
এই নেতা শিখ সম্প্রদায় ও পাকিস্তানের গভীর সংহতির ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, আমরা ২ কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। পান্নুন বলেন, ‘আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণ করার জন্য পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেব না।
ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পান্নুন বলেন, আক্রমণকারীরা বেঁচে থাকেন না। আর তা ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদি বা অমিত শাহ হোন না কেন। ভারতের প্রধান প্রধান নেতাদের আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি করা হবে বলে সতর্ক করেন তিনি। খালিস্তানি এই নেতা বলেন, ‘আমরা মোদি, অজিত দোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকেও বিচারের মুখোমুখি করব।
কাশ্মিরের পেহেলগামে ভারত মিথ্যা হামলার নাটক সাজিয়েছে বলেও অভিযোগ করেন এই শিখ নেতা। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা ও ভোটের আশায় নিরীহ হিন্দুদের প্রাণ নিচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com