অন্তত ৫০টি রাজনৈতিক দল ডিসেম্বরের আগে ভোট চায়: আমীর খসরু
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৫
অন্তত ৫০টি রাজনৈতিক দল ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।
আমীর খসরু বলেন, একটি বিশেষ মহল গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। ১৬ বছরের যুদ্ধ ছিল ভোটের অধিকার ফেরানোর, কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ সংগ্রাম করেনি।
দেশে কারা নির্বাচন চায় না সে প্রশ্ন তুলে আমীর খসরু বলেন, কোনও বিশেষ গোষ্ঠী, সুবিধাভোগী যদি গণতন্ত্রের বিপক্ষে গিয়ে বিরুদ্ধাচারণ করে সেটি সুখকর নয়। কোনও মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ সংগ্রাম করেনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com