পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, মামলা হলেই গ্রেফতার করা যাবে না। তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার মামলায় নিরীহ কাউকে গ্রেফতার বা হয়রানি যেন করা না হয়, সেই নির্দেশনা পুলিশের সব স্তরে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান এসব কথা বলেন। পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির বিষয়ে প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন, মামলা মিথ্যা না, মামলা সত্যই। তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেয়া— এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। আইনেও এই সীমাবদ্ধতা আমাদের রয়েছে।
বাহারুল আলম জানান, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার নির্দেশদাতাসহ পলাতক জড়িতদের ধরতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেয়া হচ্ছে। এক্ষেত্রে শুধুমাত্র দোষীদের আইনের আওতায় আনা হবে।
জুলাই-আগস্টের ঘটনায় ছাত্র-জনতার ওপর সবচেয়ে বেশি চড়াও হয়েছিল পুলিশ। কারা সে সময় নির্দেশ দিয়েছেন তা তদন্তের আগে বলা কঠিন বলে মনে করেন আইজিপি।
তাকে প্রশ্ন করা হয়েছিল, সরকার-রাজনৈতিক বলয় থেকে পুলিশের মুক্তি মিলবে কবে? উত্তরে আক্ষেপের সুর ছিল আইজিপির কণ্ঠে। তিনি বলেছেন, স্বতন্ত্র কমিশন ছাড়া রাজনৈতিক লেজুড়মুক্ত পুলিশ গঠন সম্ভব নয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com