আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সংস্কার কমিশনগুলোর ১৬৬ সুপারিশের ১৩৮টিতে একমত গণসংহতি আন্দোলন
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৫
সংস্কার কমিশনগুলোর ১৬৬টি সুপারিশের মধ্যে ১৩৮টিতে একমত হয়েছে গণসংহতি আন্দোলন। প্রথমত, গণতান্ত্রিক ব্যবস্থা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে বলে জানান দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়, নির্বাচন ছাড়া সংস্কার কিংবা পরিবর্তন সম্ভব নয়। এছাড়া মৌলিক সংস্কারগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার বলেও মনে করে গণসংহতি আন্দোলন।
জোনায়েদ সাকী আরও বলেন, কিভাবে নূন্যতম ঐকমত্য তৈরি করা যায় সেজন্য বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করা হবে। যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো জুলাই সনদে অন্তর্ভূক্ত হবে। এবং যেগুলোতে মতভেদ থাকবে তা জনগনের সামনে তুলে ধরা হবে। সকালে বৈঠক শুরুর আগে
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন ফ্যাসিবাদকে হটাতে যে ঐক্য হয়েছিলো, তা অব্যাহত রাখাতে হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.