
রাজধানীর কারওয়ান বাজারে বোবা রফিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরিসহ মূল অভিযুক্ত মো. সাদ্দামকে (২২) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় রাজধানীর কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করে র্যাব।
তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টের সামনে রফিক দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে সাদ্দাম ধারালো ছুরি দিয়ে রফিকের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় রফিককে হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রফিকের নানী বাদী হয়ে শুক্রবার তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাদ্দামকে শনাক্ত করে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম কাওরান বাজার এলাকার চিহ্নিত পকেটমার ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও ও হাতিরঝিল থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের সাতটি মামলা রয়েছে। ছিনতাইয়ের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে উক্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।