আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
উত্তরায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৫
রাজধানীর উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, উত্তরা আজমপুর বিএনএস ঢালে দ্রুতগতির একটি বিআরটিসি ট্রাক সজোরে ধাক্কা দিলে নাঈম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.