
সাতক্ষীরার আশাশুনিতে এবার শ্রীউলা ইউনিয়নে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। পানি ঢুকছে লোকালয়ে। রোববার (২৭ এপ্রিল) দুপুরের দিকে নাসিমাবাদ বেলিয়াখালী এলাকায় বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধ ছিদ্র হয়ে দুপুর থেকে জনপদের মধ্যে জোয়ারের পানি ঢুকছে। রাতে পরবর্তী জোয়ারের আগেই যদি মেরামত করা না যায়, তাহলে বাঁধ সম্পূর্ণরূপে ভেঙে প্লাবিত হবে গোটা ইউনিয়ন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এসও আলমগীর হোসেন।
অন্যদিকে শ্যামনগর উপজেলার সিংহোড়তলি এলাকায় চুনকুড়ি নদীর বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। যেকোনো সময়ে ভেঙে যেতে পারে বাঁধ, আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর মো. সালাউদ্দীন জানান, চুনকুড়ি নদীর বাঁধ ভাঙন রক্ষার জন্য ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। আশা করছি, ভাঙন রোধ করা সম্ভব হবে।