আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
শহীদ ঝন্টু আলিকে শেষ শ্রদ্ধা জানালো না বিজেপি!
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৫
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে সন্ত্রাসী হামলা নিয়ে যখন বিভক্ত হয়ে পড়েছে দেশটির রাজনৈতিক অঙ্গন, তখনই জঙ্গিদের হাতে মারা যান হাবিলদার ঝন্টু আলি শেখ। তিনি ছিলেন ভারতীয় সেনার বিশেষবাহিনীর সদস্য। বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়াতে।
ঝন্টুর নিথর দেহ কফিনবন্দি হয়ে যখন গ্রামের বাড়ি তেহট্টে পৌঁছায়, তখন চোখের জলে তাকে শেষ শ্রদ্ধা ও বিদায় জানান আপনজন, আত্মীয়, বন্ধু, প্রতিবেশীরা। পূর্ণ মর্যাদায় তাকে শ্রদ্ধাজ্ঞাপন করে ভারতীয় সেনা। আমজনতা স্লোগান তোলে, ‘হিন্দুস্তান জিন্দাবাদ’!
তবে ঝন্টুর বাড়িতে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা পৌঁছে গেলেও গেরুয়া শিবিরের বা বিজেপির কাউকে দেখা যায়নি বলেই অভিযোগ।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তো রীতিমতো প্রশ্ন ছুড়ে দিলেন। বললেন, বিজেপি নেতাদের কেন দেখা গেল না ঝন্টু আলি শেখকে শেষ শ্রদ্ধা জানাতে? একই সুরে কথা বললেন, সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, এটা একজোট হয়ে লড়াই করার সময়। কিন্তু, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের সেই সারমর্ম বোঝার যোগ্যতা নেই।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে সমালোচনার ঝড়। নেটিজেনরা বিজেপির এমন অবস্থান নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছেন।
যদিও রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য পাল্টা দাবি করেছেন, তিনি বলছেন, এসব নাকি ‘অপপ্রচার। দলের স্থানীয় নেতৃত্ব তেহট্টে গিয়েছিলেন। খুব দ্রুত শীর্ষ নেতারাও যাবেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.