চারদিনের কাতার সফর ও ইতালিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের পর দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর একটায় ইতালির রোম ছাড়েন তিনি।
এর আগে রোমে ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের দুই কার্ডিনাল। এসময় ভূ-রাজনৈতিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা।
গতকাল শনিবার রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরিতে সমাহিত করা হয় পোপ ফ্রান্সিসের মরদেহ। এরপরই ইতালির রাজধানীতে ধর্মযাজকদের সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় প্রয়াত পোপের জীবনের মূল লক্ষ্য এবং তার বিভিন্ন স্বপ্নের কথা স্মরণ করেন কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি ও জ্যাকব কুভাকাদ। পাশাপাশি তারা ড. ইউনূসের কাজের ভূয়সী প্রশংসা করেন।
পোপ ও ড. ইউনূসকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন তারা। একইসাথে দারিদ্র্য বিমোচনে জীবন উৎসর্গের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
আগামী সপ্তাহে নতুন পোপ নির্বাচনের জন্য বৈঠক করবেন দুই কার্ডিনাল। তারা দু’জনই সম্ভাব্য প্রার্থী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com