আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
না.গঞ্জ কলেজের মেয়েদের দুর্দান্ত সাফল্য, জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা জাতীয় পর্যায়ে ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ অসাধারণ সাফল্যের উপলক্ষে শনিবার (২৬ এপ্রিল) নারায়ণগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চ্যাম্পিয়ন দলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।
এর আগে, শুক্রবার বিকেলে সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে বিজয়ের মুকুট ছিনিয়ে আনে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই সাফল্যকে পুরো নারায়ণগঞ্জবাসীর জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন। তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করে বলেন, “শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা উচিত। এতে মানসিক ও শারীরিক বিকাশ ঘটে।”
তিনি আরও আশ্বাস দেন, যেকোন প্রয়োজনে জেলা প্রশাসন এই কৃতি খেলোয়াড়দের পাশে থাকবে। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন টিমকে নেপালে পাঠানোর একটি প্রস্তাবও উত্থাপিত হয়, যেখানে জেলা প্রশাসক মহোদয় সম্মতি প্রকাশ করে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
নারায়ণগঞ্জ কলেজের মেয়েদের এই অর্জন নারায়ণগঞ্জের ক্রীড়া অঙ্গনে নতুন এক মাইলফলক স্থাপন করলো।
আন্ত কলেজ ভলিবলে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজের মেয়েদের শুভেচ্ছা জানানোর কারণে জেলা প্রশাসকের প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা বলেন, এই আন্তরিক আয়োজন আমাদের কলেজের শিক্ষার্থীদের আরো বড় সাফল্যের কাছে পৌঁছে দিতে প্রাণিত করবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.