আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪ শতাধিক
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৫
ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০৬ জন আহত হয়েছেন। ব্যাপক প্রাণহানির শঙ্কাও করা হচ্ছে। আহতদের হরমুজগান প্রদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে দেশটির সবচেয়ে বড় ও আধুনিক বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির জরুরি সেবার মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট জানিয়েছেন, এখন পর্যন্ত ৪০৬ জন আহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।
ওমানে যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ৩য় দফায় পরমাণু আলোচনা চলছে, তখনই এই বিস্ফোরণের ঘটনা হলো।ৱ
কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি। প্রচণ্ড বিস্ফোরণের পরই আগুন ধরে যায় কন্টেইনার ডিপোতে। কয়েকটি দেশ ওই কন্টেইনার ডিপো ব্যবহার করে আসছিল। এ ঘটনার পরপরই বন্ধ করা হয় বন্দরটির সব কার্যক্রম। পুরো এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। বিস্ফোরণের পর কয়েক মাইল দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাওয়া যায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.