গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় হিরা খাতুন নামে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মদনের পাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হিরা খাতুন (৩৩) নাটোর জেলার সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি প্রশিকার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ভাড়া বাসার মোটর চালিয়ে পানি তোলেন এবং গোসল করেন, তবে পরে অফিসে যাননি। সহকর্মীরা তার বাসার মালিকের মোবাইলে একাধিকবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি। এরপর সহকর্মীরা তার বাসায় এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ধাক্কাধাক্কি করে। একপর্যায়ে জানালার ফাঁক দিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় হিরাকে ঝুলতে দেখতে পান। পরে তারা ঘটনাটি থানা পুলিশকে জানায়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তবে স্থানীয়দের বরাত দিয়ে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন, আমি কয়েকদিন ধরে শুনছি, প্রশিকার ম্যানেজার সুরেষ চন্দ্র গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়েছেন। এ কারণে গ্রাহকরা মাঠকর্মী হিরা খাতুনসহ এনজিওর অন্য কর্মকর্তাদের টাকা ফেরতের চাপ দিয়ে আসছিলেন। ধারণা করা হচ্ছে, গ্রাহকদের চাপের কারণে আত্মহত্যা করতে পারেন হিরা খাতুন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com