আজ মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ খ্রিস্টাব্দ

 

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে মিজমিজি এলাকার হাজী মো. খলিলুর রহমান ভূঁইয়ার বাড়ির তৃতীয় তলায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত হলেন বরিশাল জেলার কাজীরহাট এলাকার রিফাত হোসেন (১৯)। তার বাবা মো. সুমন হোসেন (৩৯) এ মামলার অপর আসামি।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, অভিযানে তিনটি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version