আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
পরিবেশ বাঁচাতে সামাজিক আন্দোলনের অঙ্গীকার
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ বাঁচাতে সামাজিক আন্দোলনের অঙ্গীকার করলো স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফর পিপল ফাউন্ডেশন। মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই অঙ্গীকার করেন সংগঠনটির সদস্যরা।
জনসচেতনতার পাশাপাশি পরিবেশবান্ধব আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়ে সভায় অংশগ্রহণকারীরা বলেন, যতদ্রুত সম্ভব ব্যক্তি ও পরিবার থেকে পরিবেশ বাঁচাতে সোচ্চার হতে হবে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ দেশের শিল্পাঞ্চলগুলোতে দূষিত বায়ুর মাত্রা দিন দিন বেড়েই চলেছে। যার কারণে, সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। তাই বায়ু দূষণের ক্ষেত্রেও কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানায় পিস ফর পিপল ফাউন্ডেশনের সদস্যরা। পাশাপাশি বিশ্ব মোড়লদেরও জলবায়ুর নেতিবাচক প্রভাব রোধে সহায়ক ভূমিকা ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আহবান জানানো হয় আলোচনা সভায়।
পিস ফর পিপল ফাউন্ডেশনের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মিরান সাইফের সভাপতিত্বে সভায় বিস্তারিত আলোচনা করেন সংগঠনটির প্রেসিডেন্ট মো. তোফায়েল আহমেদ ও জেনারেল সেক্রেটারি আশিকুর রহমান। এছাড়াও পিস ফর পিপল ফাউন্ডেশনের ফান্ড রাইজিং সেক্রেটারি সোলাইমান আসিফ, অফিস ও মিডিয়া সেক্রেটারি মাজহার ইমন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, সদস্য সরোয়ার হোসেন খান আবির, রাফিদুল ইসলাম তাহসিন আলোচনায় অংশ নেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.