আজ
|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সিদ্ধিরগঞ্জে দুই যুবক আটক, ইয়াবা উদ্ধার
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৫
সিদ্ধিরগঞ্জে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক কারবারি। সোমবার (২১ এপ্রিল) দুপুরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়।
এর আগে রোববার রাতে মিজমিজি পাগলাবাড়ি এলাকার ভাই ভাই চুনা কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, মিজমিজি পাইনাদী তেরামার্কেট এলাকার ইসমাঈল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৪) ও পূর্বপাড়ার আমিনুল ইসলামের ছেলে সালামান ওরফে অয়ন (২৪)।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, মিজমিজি পাগলাবাড়ি এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের খবরে আমরা অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.