আজ
|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
রূপগঞ্জে অনুমোদনহীন ৮ ভবন গুঁড়িয়ে দিল রাজউক
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৫
রাজউকের অনুমোদন ও নকশা ছাড়াই নির্মিত ভবনগুলোর বিরুদ্ধে রূপগঞ্জের রূপসী এলাকায় পরিচালিত হয়েছে উচ্ছেদ অভিযান। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৮টি অবৈধ স্থাপনার বর্ধিত ও নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। এর মধ্যে ৬টি নির্মাণাধীন আবাসিক ভবন, একটি হাসপাতাল ও একটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। অভিযানে ভবন মালিকদের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
অভিযানে রাজউকের নারায়ণগঞ্জ জোন-৬/৩-এর অথরাইজড কর্মকর্তা জান্নাতুল মাওয়া, সুরোত আলি রাসেল, ইমারত পরিদর্শক মো. আব্দুর রহিম এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার জানান, রাজউকের অনুমোদন ছাড়া কোনো ধরনের আবাসিক বা বাণিজ্যিক ভবন নির্মাণ আইনবহির্ভূত। তারাবো পৌরসভা এলাকায় নিয়ম ভেঙে ভবন নির্মাণের প্রবণতা বেড়েছে। তাই এসব নির্মাণ রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে রাজউকের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.