আজ মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ খ্রিস্টাব্দ

মদনপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানায় পরিবারের সদস্যরা।

নিহত গৃহবধূর নাম মিম আক্তার দিয়া (১৪) । সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভাটপাড়া গ্রামের বাবুল শেখের মেয়ে। বর্তমানে নারায়ণগঞ্জের মদনপুরে মাছের খামার এলাকায় থাকেন।

নিহতের মা আসমা বেগম জানান, সাত মাস আগে এলাকার আবু সাঈদ নামে একজনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকেই তারা আমার মেয়েকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে আসছে। রোজার ঈদের আগে আমার মেয়ের সঙ্গে ঝগড়া করে আবু সাঈদ নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় আমাদের কাছে পাঠিয়ে দেয়। পরে মোবাইল ফোনের তার সঙ্গে ঝগড়া হলে আমার মেয়ে বিষপান করে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার মেয়ে আর বেঁচে নেই। আমার মেয়ে চার মাসের অন্তঃসত্তা ছিল। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

Exit mobile version