খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযান, বিপুল সরঞ্জাম উদ্ধার
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৫
খাগড়াছড়িতে অপহৃত ৫ চবি শিক্ষার্থীদের উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল ২০২৫) ভোরে খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণকারবারি পাড়ায় বিশেষ এই অভিযানে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানা থেকে ইউপিডিএফ এর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান কালে পাশ্ববর্তী ৭ ব্যাক্তিকে সন্দেহজনক ভাবে আটক করা হলেও পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ নথি,বই,ল্যাপটপ,পোশাকও পাওয়া যায়। গত ১৬ এপ্রিল অপহণের শিকার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীর উদ্ধারে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান করে সেনাবাহিনী।
অভিযানকালে গোপন আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালালে সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে তারা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালালে ঐ আস্তানা থেকে পিস্তলের গুলি, তিন জোড়া পোশাক, ১৯টি ইউনিফর্মের প্যান্ট, একটি ল্যাপটপ, ওয়াকি-টকি সেট, দুটি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, ক্যামেরা, প্রিন্টার, সেলাই মেশিন, তাবু, নেট, লোহার চেইন, খাবারের উপকরণ এবং চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, এটি ইউপিডিএফ (মূল) এর খাগড়াছড়ি সমন্বয়ক অংগ্যা মারমার অস্থায়ী আস্তানা ছিল। তালাবদ্ধ ঘরে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে তল্লাশি করা হয়। অপহৃত শিক্ষার্থীদের না পাওয়া গেলেও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উদ্ধার অভিযানে প্রয়োজনে প্রতি ইঞ্চি জমি তল্লাশি করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
উল্লেখ্য, ১৬ এপ্রিল খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থী অপহৃত হয়। এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করা হলেও সে দায় অস্বীকার করে আসছে ইউপিডিএফ (মূল)। এদিকে-পাহাড়ের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com