আজ মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত পাঁচ জন সেনা সদস্য আহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সেনা সদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সৈনিক রমজান, সৈনিক সৈকত, সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও সৈনিক মেহেদী।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সেনাবাহিনীর একটি জিপ ধুলিহর বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ৪-৫ জন সেনা সদস্য আহত হয়েছেন।

পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Exit mobile version