এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, ২৩ শিক্ষককে অব্যাহতি
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাটে অবহেলার অভিযোগে চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দায়িত্ব থেকে একটি কেন্দ্রের ২৩ শিক্ষকের সবাইকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।
আজ সোমবার (২১ এপ্রিল) চুনারুঘাট সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী।
তিনি জানান, সোমবার চুনারুঘাট সরকারী কলেজ কেন্দ্রে হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদরাসার শিক্ষার্থীদের দাখিল বাংলা প্রথম পর্বের পরীক্ষা ছিল। এসময় তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
অমিত চক্রবর্তী আরও জানান, নিয়মিত কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে উক্ত কেন্দ্র পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় অধিকাংশ শিক্ষার্থীকে একই সেটে পরীক্ষা দিতে দেখা যায়। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন সেটে পরীক্ষা নেয়ার কথা।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রের সব শিক্ষককে (২৩ জন) পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও কঠোর মনিটরিং করা হবে বলে জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com