আজ মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের করা আপিল শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) কার্যতালিকায় আসবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ।

আপিল শুনানি শুরুর আবেদনের প্রেক্ষাপটে জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ তিন বিচারপতির আপিল বিভাগ আজ সোমবার এই আদেশ দেন।

মানতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের অক্টোবরে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।

পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯শে জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম।

ওই পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে গত ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। এছাড়া, দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলেছেন। সে অনুসারে আপিল প্রস্তুত করা হয়।

Exit mobile version