আজ সোমবার, এপ্রিল ২১, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে এক নারীকে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত নারী মাদক ব্যবসায়ী। রবিবার (২০ এপ্রিল) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোঘনা টোল প্লাজা এলাকায় চেকপোস্টে অভিযান করে, তল্লাশি তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত নারীর নাম সীমা আক্তার (৩০)। সে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড গলাচিপা এলাকার মৃত রহমানের মেয়ে। তথ্যটি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. মফিজুল রহমান।

তিনি জানান, সোনারগাঁয়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোঘনা টোল প্লাজা এলাকায় চেকপোস্টে তল্লাশিকালে ইয়াবাসহ সীমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে এ ধরণের অভিযান চলমান থাকবে।

Exit mobile version