জ্বলন্ত ঝুটবোঝাই ট্রাকের পাঁচ কিলোমিটার দৌড়, আতঙ্কে কাঁপল জালকুড়ি
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৫
সিদ্ধিরগঞ্জ ঝুটবোঝাই একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরও চালক ট্রাকটি থামাননি; বরং জ্বলন্ত অবস্থায় প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত চালিয়ে নিয়ে যান, ফলে পুরো রাস্তাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে একটি মাইক্রোবাসও পুড়ে গেছে।
শনিবার রাতে পশ্চিম জালকুড়ির ওয়াপদা রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জালকুড়ি স্ট্যান্ড থেকে ট্রাকটি বের হওয়ার পরপরই নিচের দিকে আগুন ধরে যায়। ট্রাকটি থামানো না হয়ে চালিয়ে নেওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ট্রাক থেকে পড়ে যাওয়া জ্বলন্ত ঝুটের বস্তা রাস্তার বিভিন্ন স্থানে আগুন লাগিয়ে দেয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, ট্রাকটিতে বিপুল পরিমাণে ঝুট বোঝাই ছিল। অতিরিক্ত তাপের কারণে নিচে থাকা ঝুটের বস্তায় আগুন ধরে যায়। চালক আগুন লক্ষ্য না করে ট্রাক চালিয়ে যেতে থাকেন, এতে আগুন আরও বেড়ে যায় এবং রাস্তায় আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একটি মাইক্রোবাসে ঝুটের বস্তা পড়ে, সেটিও পুড়ে যায়।
এই ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের কারণ ও চালকের দায়িত্বহীনতার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com