যুদ্ধ শুরুর পর সবচেয়ে বেশি সংখ্যক বন্দি বিনিময় করলো রাশিয়া ও ইউক্রেন। নিজ নিজ দেশে ফিরেছে দু’পক্ষের মোট ৫২৩ সেনা। শনিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শনিবার ২৭৭ ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে মস্কো। যাদের বেশিরভাগের বয়স ২৫ বছরের কম। আর এই বন্দি বিনিময়ের মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছাড়া পাওয়া রুশ সেনার সংখ্যা ২৪৬।
অপরদিকে মুক্তি পাওয়া ইউক্রেনীয় সেনাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় দেশটির উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভের একটি হাসপাতালে। সেখানে অপেক্ষায় ছিল তাদের স্বজনরা। পরিবারের সাথে সেনাদের সাক্ষাতের পর তৈরি হয় আবেগঘন পরিবেশ।
পরিবারের সাথে ইউক্রেনীয় সেনারা
চলতি বছর রাশিয়া-ইউক্রেনের মাঝে ৪র্থ বন্দি বিনিময় এটি। এর আগে, তিন বছর ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি সামরিক ও বেসামরিক ইউক্রেনীয় নাগরিক মুক্তি পেয়েছে।