আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়নের সুপারিশে একমত বিএনপি
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৫
অর্থবিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবেন বলে সুপারিশ করেছে বিএনপি। এছাড়াও প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে দলটি একমত।
রোববার (২০ এপ্রিল) ঐক্যমত কমিশনের সাথে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, পার্টিপ্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না—এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি। বিষয়টি দলের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয়ার সুপারিশ করেন তিনি। সংসদ নেতা কে হবেন, তা সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলেও প্রস্তাব দেন তিনি। এছাড়া উচ্চকক্ষের সদস্য সংখ্যা ১০০ তে একমত হয়েছে দলটি।
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান পাস হওয়ার পরই উচ্চকক্ষের সদস্য নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা করা যেতে পারে বলে বৈঠকে উল্লেখ করেন তিনি।
জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) বিষয়েও বিএনপি একমত নয়। কারণ হিসেবে সালাহউদ্দিন আহমদ বলেন, এনসিসিকে অতিরিক্ত ক্ষমতা দিলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যক্ষমতা সীমিত হয়ে পড়বে।
কেয়ারটেকার সরকারের বিধান রাখার বিষয়ে বিএনপি সম্মত হলেও, এর মেয়াদ ৯০ দিন হওয়া উচিত বলে মত দিয়েছে দলটি। একজন ব্যক্তি পরপর দুইবারের বেশী প্রধানমন্ত্রী হতেপারবে না বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.