জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখল করতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী ক্যানেল পার এলাকায় সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ এনে মানববন্ধন করেছে কদমতলী এলাকাবাসী। জমির মালিকানা দাবি করা চিহ্নিত ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী জয়নাল ও তার বাহিনীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে এ ঘটনায় প্রতিকার চেয়ে এ মানববন্ধন করে এলাকাবাসী।
শনিবার (১৯ এপ্রিল ) দুপুর সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী ক্যানেলপাড় এলাকায় ভুক্তভোগী এলাকাবাসীর বাড়ির সামনে সড়কের ওপর এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। অভিযুক্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের থানাদিন মিজমিজি পাগলা বাড়ি এলাকার কথিত বিএনপি নেতা ইলিয়াস ও জয়নালের নেতৃত্বে ৭০-৮০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র লোহার রড, রামদা, চাপাতি নিয়ে জমির মালিকানা দাবি করে হামলা করে।
মানববন্ধনে ভুক্তভোগীরা বক্তব্যে বলেন, সিদ্ধিরগঞ্জের আমতলা পূর্ব কলাবাগ এলাকার মৃত মৈজদ্দিন মিয়ার ছেলে মোঃ জয়নাল আবেদীন ও ওয়াকিল গং, সিদ্ধিরগঞ্জ মৌজার সিএস ও এসএ ২৫৯৪ দাগে ৮৮ শতাংশ জমির মালিকানা দাবি করে গত ৯ এপ্রিল বুধবার ২৫/২৬ টি বাড়িতে হামলা চালায় মিজমিজি পাগলাবাড়ি এলাকার বিএনপি পরিচয়দানকারী নেতা ইলিয়াস ও জয়নালের নেতৃত্বে ৭০-৮০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র, লোহার রড, রামদা ও চাপাতি নিয়ে বাড়িঘরে হামলা করে, জমির সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং দখল করার উদ্দেশ্যে কয়েকটি সাইনবোর্ড সাঁটিয়ে দেয়। এসময় তারা আমাদের ওপর হামলা, নারীদের শ্লীলতাহানি, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তারা বলেন, গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নব্য বিএনপি নেতাকর্মী পরিচয়ে কিছু ভূমিদস্যু এলাকায় জমি দখল ও লুটতরাজ করে যাচ্ছে। আমরা এলাকাবাসী অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বর্তমান সরকারের কাছে এসব বিএনপির কতিপয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, ভুক্তভোগীগণ থানায় অভিযোগ করেছেন।আমরা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে দুই পক্ষকে থানায় বসার জন্য আহ্বান করা হয়েছে। তারা বসলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কোনো সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করা হবে না।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com