আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
শীতলক্ষ্যায় নৌকাডুবি, বন্ধুরা বাঁচলেও জোবায়ের ফিরল না
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৫
শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় রূপগঞ্জ উপজেলার ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত স্কুল ছাত্রর নাম জোবায়ের হোসেন (১৬)। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ লিয়াকত আলী জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোবায়ের তার বন্ধু সায়েম, সিয়াম ও রাব্বিকে নিয়ে দাউদপুর খেয়াঘাট থেকে নৌকায় ভোলাবো এলাকায় ফিরছিল। নৌকাটি শীতলক্ষ্যার মাঝামাঝি পৌঁছালে পানি ঢুকে সেটি ডুবে যায়। এ সময় বন্ধুরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও জোবায়ের নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালায়। আজ শনিবার সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.