আজ শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্থিরতা কমছে না চালের বাজারে। দফায় দফায় বেড়ে ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠেছে এই নিত্যপণ্যের বাজার। মাসের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। আর চিকন চালে বেড়েছে ১০ থেকে ১৫ টাকার বেশি।

প্রতি বছর মৌসুমের শেষ পর্যায়ে ধানের সংকটের জন্য দাম কিছুটা বাড়লেও এত অস্বাভাবিক দাম বৃদ্ধির নজির নেই, এমন অভিমত খুচরা বিক্রেতাদের। মিলার-পাইকার-খুচরা সব স্তরেই হাত বদলে দাম বেড়েছে।

মৌসুমের শেষ পর্যায়ে ধানের সংকটে এমন দাম বাড়ছে অভিমত পাইকারি ব্যবসায়ীদের। তারা আরও অভিযোগ করেন, মৌসুমের শেষ পর্যায়ে এসে পুরো মজুদ গুটিকয়েক কোম্পানির হাতে। তাদের কারসাজিতেই বাজার অস্থির হয়েছে।

তবে, বাজারে সরবরাহে কোনও সংকট নেই। বেশি দাম দিলে যত খুশি চাল সরবরাহ করছেন মিলারা।

এদিকে, বেসরকারি পর্যায়ে চাল আমদানির মেয়াদ শেষ হয়েছে গত মঙ্গলবার। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারে পুরোদমে আসতে শুরু করবে নতুন মৌসুমের চাল।

Exit mobile version