আজ শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় এক গৃহবধূকে জিম্মি করে ধর্ষণের অভিযোগের ঘটনায় অভিযুক্ত এক আসামিকে, বরিশাল থেকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন নাজির মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে গত ৭ এপ্রিল ফতুল্লা গাবতলী এলাকার একটি পাঁচতলা বাড়ির নিচ তলার একটি কক্ষে ভিকটিমকে জিম্মি করে ধর্ষণ করা হয় বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামির নাম জাকারিয়া ওরফে নয়ন (৩০)। সে মুন্সিগঞ্জ সিরাজদিখান মধ্যপাড়া এলাকার মো ফারুক মিয়ার ছেলে।

ভিকটিমের স্বামী জানান, রমজান শুরুর আগেই তার স্ত্রী ও সন্তান গাবতলী লিংক রোড দিয়ে যাওয়ার সময় সজিব ওরফে ‘বদনা সজিব’, রাকিব ওরফে ‘মাইন’, জাকারিয়া ওরফে ‘নয়ন’, নজরুল এবং আরও অজ্ঞাতনামা কয়েকজন মিলে তাদের সন্তানকে জিম্মি করে তার স্ত্রীকে ধর্ষণ করে। অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে এবং তা ফাঁসের হুমকি দিয়ে একাধিকবার ভিকটিমকে নির্যাতন করে আসছিল।

র‌্যাব ১১ মেজর অনাবিল ইমাম’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি জানায়, ধর্ষণের মূল অভিযুক্ত মাহিমের সঙ্গে ভিকটিমের বিয়ের আগেও সম্পর্ক ছিল। বিয়ের পর মাহিম বিভিন্ন সময় ভিকটিমকে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। অবশেষে ৭ এপ্রিল ভয়ংকর সেই ঘটনার পর ভিকটিম অসুস্থ হয়ে পড়ে এবং পরিবারকে সব কিছু জানায়। এরপর ১১ এপ্রিল ভিকটিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন (মামলা নং-৩০, তারিখঃ ১১-০৪-২০২৫)।

র‌্যাব জানায়, মামলার পর থেকেই অভিযুক্তদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বরিশাল কোতোয়ালি নাজির মহল্লা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪ নম্বর আসামি জাকারিয়া ওরফে নয়নকে আটক করা হয়। অভিযানে র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এবং র‌্যাব-৮, বরিশালের যৌথ আভিযানিক দল অংশ নেয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version