ফতুল্লায় তুচ্ছ ঘটনার জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। শুক্রবার (১৮ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ অপস অফিসার মো. গোলাম মোর্শেদ।
নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়ার বাসিন্দা। তার বাবার নাম হাসমত উল্লাহ।
র্যাব-১১ পাঠানো এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ৩০ মার্চ সন্ধ্যায় ইফতারের পর চুল কাটাতে বাড়ি থেকে বের হন পাভেল। এরপর রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে, কিন্তু কল কেটে দেওয়া হয়। পরদিন ভোর ৬টার দিকে পাভেলের খালাতো ভাই মো. রিফাত ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পাভেলকে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা নূরী বেগম (৬৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি চৌকস দল ঘটনার তদন্তে নামে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পাভেল হত্যা মামলার মূল আসামি জুবায়ের আহমেদ আটক করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের আহমেদ পাভেল হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয় এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।