আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী সিন্দাবাদের অফিসে আগুন
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৫
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী সিন্দাবাদ ক্রুজ অ্যান্ড ডাইনের অফিসের একাংশ আগুনে পুড়ে গেছে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২ টার দিকে টেকনাফ দমদমিয়া বিজিবির বিওপির সংলগ্ন দক্ষিণে সেন্টমার্টিনগামী কেয়ারী সিন্দাবাদ জাহাজ ঘাটের অফিসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ ব্যাটালিয়ন থেকে বের হয়ে সীমান্ত পরিদর্শনে যাচ্ছিল বিজিবির একটি দল। যাওয়ার পথে দমদমিয়া বিওপির দক্ষিণে সেন্টমার্টিনগামী কেয়ারী সিন্দাবাদ ক্রুজ অ্যাণ্ড ডাইন জাহাজের অফিসে আগুন দেখতে পেয়ে নেমে পড়েন বিজিবি সদস্যরা। তারা প্রাথমিকভাবে পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এছাড়াও স্থানীয় জনবসতিতে আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় অক্লান্ত পরিশ্রম করেছে বিজিবির সদস্যরা।
এক পর্যায়ে দুর্ঘটনা কবলিত অফিস ঘর থেকে চারজন ব্যক্তিকে অক্ষত অবস্থায় এবং বেশ কিছু সরঞ্জাম, কাগজপত্র ও আসবাবপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সহ মূল গুদামের আগুন নিয়ন্ত্রণে ঘণ্টাখানেক অক্লান্ত পরিশ্রমের পরে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কেয়ারী সিন্দাবাদ অফিসের নাইট গার্ড আব্দুর রহমান বলেন, প্রতিদিন রাতে আমি ও তৌহিদ দুইজন সেন্টমার্টিনগামী কেয়ারী সিন্দাবাদ ক্রুজ এন্ড ডাইনের অফিসের নাইট গার্ড হিসাবে দায়িত্ব পালন করে আসছি। হঠাৎ বৃহস্পতিবার মধ্যে রাতে অফিসের দক্ষিণ থেকে আগুন লাগে। আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। আমরাসহ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিজিবির সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালানোর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে পুরাতন ইঞ্জিন, তেল, জাহাজের লাইফ জ্যাকেটসহ অফিসের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.