রাজধানীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ১
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৫
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫)। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। আরও দুজনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ছিনতাইয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর শাকিলকে আমরা শনাক্ত করি। এ ঘটনায় থানায় মামলা করা হয়। এরপর অভিযান চালিয়ে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করি।
তিনি আরও বলেন, শাকিলের কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে ঘটনার বিস্তারিত জানানো হবে।
এর আগে, বুধবার ভোরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে অলঙ্কার ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঘটনার সিসিটিভি ফুটেজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com