আজ শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে অভিযান চালিয়ে ৫ যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা ‘মাদক কারবারি’। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে বন্দর উপজেলার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ ও ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, বন্দর উপজেলার একরামপুর এলাকার মৃত মেছের আলী সরদারের ছেলে মো. আমির (৩৭), কুমিল্লা কোতোয়ালী মডেল জগন্নাথপুর এলাকার মো. আজাদ মিয়ার ছেলে মো. আকবর হোসেন (৩১), কুমিল্লা কোতোয়ালী মডেল কাসেরাপট্টি এলাকার হোসাইনের ছেলে পিকআপ ভ্যানের ড্রাইভার মো. জিয়ান (১৯), কুমিল্লা চান্দিনা হরিণচৈত্রি এলাকার ইদ্রিস আলীর ছেলে মো. আরিফ (৩৮) ও কুমিল্লা চান্দিনা দারোরা এলাকার শফিকুল ইসলাম’র ছেলে হানিফ হোসেন (৩৫)।

র‌্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজশে জব্দকৃত পিকআপ ভ্যানে করে কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে করে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ৯৭ বোতল ফেনসিডিল এনে নিজেদের হেফাজতে রেখেছিল। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব ১১ একটি আভিযানিক দল উক্ত অভিযুক্তদেরকে বর্ণিত আলামত’সহ গ্রেপ্তার করেন।তাদের বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version