অর্থনৈতিক অপরাধীদের বিচারে তদন্ত কমিটি হচ্ছে: রিজওয়ানা হাসান
প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৫
অর্থনৈতিক অপরাধ যারা করেছে তাদের বিচারে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা জানান পরিবেশ উপদেষ্টা।
তিনি বলেন, দুটো কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে৷ এর মধ্যে বিচার সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ব্রিটিশ আমলের সিপিসির কিছু সংশোধনও অনুমোদিত হয়েছে। এই অনুমোদনের উদ্দেশ্য অডিটের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ নিশ্চিত করা।
রিজওয়ানা হাসান জানান, আগে মামলার রায় হলেও জারি মোকদ্দমা করতে হত। এখন রায়ের মধ্যেই এক্সিকিউশন উল্লেখ করা থাকবে। টেলিফোন, এসএমএস-এর মাধ্যমে সমন জারি হবে।
তিনি আরও বলেন, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন থাকবে। সাধারণ আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা হবে।কর্পোরেট ও ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনতে, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে এটি অনুমোদিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কর আদায় ও রাজস্ব প্রশাসন নামে রাজস্ব অধ্যাদেশে দুটি বিভাগ হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com