আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সাবেক এমপি বেনজীর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৫
১৯ কোটি টাকার অবৈধ সম্পদের পাশাপাশি প্রায় শতকোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ ও তার স্ত্রী সাহিনা আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন— দুদক।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি বলেন, বেনজীর আহমদের নামে মোট ১৮ কোটি ১৮ লাখ ২০ হাজার ৩১ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। পারিবারিক ও অন্যান্য খরচ বাদে তার বৈধ উৎস থেকে অর্জিত অর্থ পাওয়া যায় ১৮ লাখ ৬৭ হাজার ৭০ টাকা।
এক্ষেত্রে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকা। তার স্বার্থ সংশ্লিষ্ট ১১টি ব্যাংক জমা ও উত্তোলনসহ মোট ৮৪ কোটিও বেশি টাকার হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানে প্রমাণ হয়েছে।
ফলে অনুসন্ধান টিমের সুপারিশে বেনজীর আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ সনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) এবং ৪(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, সাহিনা আহমেদের ১ কোটি ২৩ লাখ ২১ হাজার ৫৫২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তার বৈধ উৎস হতে অর্জিত অর্থ পাওয়া যায় ২৫ লাখ ৭৪ হাজার ১৬৭ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় ৯৭ লাখ ৪৭ হাজার ৩৮৫ টাকা।
সাহিনা আহমদ তার স্বামী বেনজীর আহমদের সহায়তায় অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে অর্জিত এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এ সম্পদ অর্জনপূর্বক ভোগ-দখলে রেখেছেন, তা অনুসন্ধানে প্রমাণ হয়েছে। ফলে অনুসন্ধান টিমের সুপারিশে এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা দায়ের করে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.