বৃহস্পতিবার সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৫
৬ দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এর আগে, বুধবার দিনভর সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে মহাখালী, মগবাজার ও কারওয়ান বাজারগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।
এদিকে, একই দাবিতে দেশের একাধিক জেলায় আন্দোলনে নামেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনীর বারবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা সড়ক থেকে সরেনি। এর প্রায় দুই ঘণ্টা পর ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্যদিকে, ফেনীতে ঢাকা-চট্টগ্রাম রেলপথ দুই ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে গুণবতী স্টেশনে দুইটি ট্রেন আটকা পড়ে। খুলনায় বয়রা জংশন ও দিনাজপুরে রেলপথ অবরোধ করা হয়।
এছাড়া, খুলনা ও মুন্সীগঞ্জে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com