আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
পুলিশের অনুষ্ঠানে অতিথির আসনে আওয়ামী লীগ নেতা
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৫
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামির বাবা ও ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে অতিথির আসনে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বালিয়াডাঙ্গী থানা পুলিশের আয়োজনে আমজানখোর ইউনিয়ন পরিষদ চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠান হয়। এতে পুলিশ, রাজনৈতিক নেতা ও স্থানীয়রা অংশ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, অনুষ্ঠানের অতিথি হিসেবে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস। তার বামপাশে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, জামায়াত নেতা ইলিয়াস আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা শেখ আইয়ুব আলী। ডানপাশে বিএনপি নেতা আইয়ুব আলী এবং তার পরে হত্যা মামলার আসামির বাবা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামশুল হক বসে আছেন।
খোঁজ নিয়ে জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর ঠাকুরগাঁও সদর থানায় শহীদ আবু রায়হানের বাবা ফজলে ওরফে রাসেদ গত ২ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর থানায় হত্যা মামলা করেন। সেই হত্যা মামলার ৫১ নম্বর আসামি বকুল আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামশুল হকের ছেলে। তার আরেক ছেলে জমি দখল, হত্যাচেষ্টা ও চাঁদাবাজি মামলার আসামি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থী হত্যা মামলার আসামির স্বজনদের পুলিশে গুরুত্বপূর্ণ সভায় অতিথির আসনে বসিয়ে জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করা হয়েছে।
অনুষ্ঠানে অংশ নেওয়া জামায়াত নেতা ইলিয়াস আলী বলেন, ‘কে আসামি কে ভালো মানুষ এটা শনাক্ত করবে পুলিশ। তারাই যদি অতিথির আসনে বসতে দেয়, আমাদের কিছু করার নেই। বিষয়টি জানার পর আমারও খারাপ লাগছে। জুলাই অভ্যুত্থান এ দেশের মানুষের গর্ব ও অহংকারের জায়গা।’
জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মামলাটি যেহেতু ঠাকুরগাঁও সদর থানায়, এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। উল্টো সাংবাদিককে প্রশ্ন ছুড়ে বলেন, আপনি জানেন তো আগে বললেন না কেন? এখন বলে কী হবে!
বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.