আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ফতুল্লায় আলোচিত মুরাদ হত্যার ২১ বছর পর আসামী মাসুম গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৫
ফতুল্লায় আলোচিত মুরাদ হত্যা কান্ডের ২১ বছর পর আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ফতুল্লা তল্লা ছোট মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মে. মাসুম (৪৭)। সে ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার আব্দুল আহাদ মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ২১ বছর পর ফতুল্লায় কিশোর মুরাদ হত্যা মামলায় মাসুম নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুম ফতুল্লা তল্লা ছোট মজিদ মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। আর নিহত কিশোর মুরাদ একই এলাকার পনির হোসেনের ছেলে। ২০০৪ইং সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামী মো.মাসুদসহ তার সহযোগিরা মিলে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা খানায় হত্যা মামলা দায়ের করে। সেই মামলার বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন। আলোচিত এই হত্যাকান্ডেররায় ঘোষনার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুম পলাতক ছিল। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মে. মাসুম কে র্যাব ১১ অভিযানিক দল তল্লা ছোট মসজিদ এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.