
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নারায়ণগঞ্জের আইকন জাকির খান। রোববার সকাল সোয়া ১০টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে সকাল ৭টা থেকেই কারাফটকের সামনে ফুলের মালা ও গাড়িবহর নিয়ে অপেক্ষায় ছিলেন তার অনুসারী কর্মী-সমর্থকরা।
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক ছাত্রদল নেতা মো: নাসিরের পক্ষ থেকে জাকির খানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতা মো: মিজানুর রহমান। এসময় মিজানুর রহমানের নেতৃত্বে নাসিক ৬নং ওয়ার্ডের শত শত নেতাকর্মীরা জাকির খান কারাগার থেকে বের হওয়ার পর রাজকীয় সংবর্ধনা দিয়ে তাঁকে বরণ করে নেন।
এসময় জাকির খান বলেন, ‘তারেক জিয়ার ৩১ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে, আমরা বাস্তবায়ন করবই করব। ‘আমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানাই দেই, তাহলেও নারায়ণগঞ্জবাসীর ঋণ কখনো শোধ করতে পারব না। আমরা রাজনৈতিকভাবে যেভাবে হেয় পতিপন্ন হয়েছি শেখ হাসিনার গভর্নমেন্টের মাধ্যমে, আমাদের নেক্সট জেনারেশন এ ধরনের সম্মুখীন যেন না হয়। এ জন্য আমরা সর্বোচ্চ ও সব ধরনের ভূমিকা রাখব।’