
আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৫
ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলেন ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের মো: শফিকুলের ছেলে মো: সাফওয়াত (৪)। লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুল বাগিচার গ্রামের উকিল বাড়ির মো: রাকিবের ছেলে জুনায়েদ (৭) ও মো: আনাছের ছেলে মো: শাহিদ (৮)।
আজ সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে পৃথক পৃথকভাবে ভোলার পূর্ব ইলিশার বাঘার হাওয়া ও লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাফওঢাতের স্বজনরা জানান, দুপুরের দিকে সাখওয়াতের মা ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলো। ওই সময় সে তার মায়ের চোখ ফাঁকি দিয়ে একা একা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পরে যায়। পরে খোঁজা-খুজি করে পুকুর থেকে সাখওয়াতকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে পরিবারের অগচরে মো: জুনায়েত ও শাহিদ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এর কিছুক্ষণ পর এক যুবক পুকুর গোসল করতে এসে দুই শিশুকে ভাসতে দেখে চিৎকার করেন। পরে নিহতের পরিবার ও স্থানীয়রা তাদের লালমোহন হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতরা সম্পর্কে আপন খালাতো ভাই।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.