
ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলেন ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের মো: শফিকুলের ছেলে মো: সাফওয়াত (৪)। লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুল বাগিচার গ্রামের উকিল বাড়ির মো: রাকিবের ছেলে জুনায়েদ (৭) ও মো: আনাছের ছেলে মো: শাহিদ (৮)।
আজ সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে পৃথক পৃথকভাবে ভোলার পূর্ব ইলিশার বাঘার হাওয়া ও লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাফওঢাতের স্বজনরা জানান, দুপুরের দিকে সাখওয়াতের মা ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলো। ওই সময় সে তার মায়ের চোখ ফাঁকি দিয়ে একা একা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পরে যায়। পরে খোঁজা-খুজি করে পুকুর থেকে সাখওয়াতকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে পরিবারের অগচরে মো: জুনায়েত ও শাহিদ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এর কিছুক্ষণ পর এক যুবক পুকুর গোসল করতে এসে দুই শিশুকে ভাসতে দেখে চিৎকার করেন। পরে নিহতের পরিবার ও স্থানীয়রা তাদের লালমোহন হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতরা সম্পর্কে আপন খালাতো ভাই।