আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
এবারের বর্ষবরণ যেকোনো সময়ের চেয়ে অন্তর্ভুক্তিমূলক: ফারুকী
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৫
এবারের বর্ষবরণ আয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে ছিল অন্তর্ভুক্তিমূলক ও রঙ্গিন। সব শ্রেণির মানুষের অংশগ্রহণে ভিন্ন এক আবহ তৈরি হয়েছে বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (১৪ এপ্রিল) সকালে বাংলা একাডেমিতে বৈশাখী মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
শিল্প উপদেষ্টা জানান, পাহাড়ি জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে ঋণ কার্যক্রম সহজ করার উদ্যোগ নেবে সরকার।
তিনি আরও বলেন, নতুন বাস্তবতায় এবারের বৈশাখ এসেছে। সব জাতিগোষ্ঠী একসঙ্গে আনন্দে সামিল হয়েছে। এতোদিন তাদের দিকে কেউ তাকায়নি। উৎপাদন বাড়াতে পাহাড়ি জনগোষ্ঠীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে।
ফারুকী জানান, বৈশাখকে কেন্দ্র করে ভিন্ন এক মাত্রা তৈরি হয়েছে এবার। সমাজ সংস্কারের এই ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। পরে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় সাত দিনব্যাপী বেশাখী মেলার।
উল্লেখ্য, বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যােগে অনুষ্ঠিত এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আয়োজকরা জানান, মেলায় বাংলা একাডেমির বইগুলো ৫০ থেকে ৭০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.